দক্ষিণ এশিয়ার প্রথম গিটারিস্ট হিসেবে ভাইকিংসের ফারুকের বড় অর্জন | Latest News

দক্ষিণ এশিয়ার প্রথম গিটারিস্ট হিসেবে ভাইকিংসের ফারুকের বড় অর্জন | Latest News


দক্ষিণ এশিয়ার প্রথম শিল্পী হিসেবে ওয়াম্পলার পেডালস–এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের রক ব্যান্ড ভাইকিংস–এর লিড গিটারিস্ট ফারুক হোসেন (শুভ)। সম্প্রতি ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওয়াম্পলার পেডালস মূলত একটি আমেরিকান বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেখান থেকে বিশ্বব্যাপী উচ্চমানের গিটার ইফেক্টস পেডাল তৈরি করে।

২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ওভারড্রাইভ, ডিস্টরশন, ফাজ এবং মডুলেশনের জন্য উদ্ভাবনী এবং চমৎকার ডিজাইন করা পেডালের জন্য খ্যাতি পায়। বিশ্বের শীর্ষস্থানীয় অনেক সংগীতশিল্পী তাদের পেডাল ব্যবহার করে থাকেন। আর সেখানকারই একটা অংশ হলেন শুভ।

ওয়াম্পলার পেডালসের আনুষ্ঠানিক শিল্পী হওয়ার বিষয়টিকে ফারুক হোসেন শুভ তার জীবনের অন্যতম অর্জন মনে করছেন। নিজের নামটি ওয়াম্পলার পেডালসের অফিশিয়াল ওয়েবসাইটে দেখে আনন্দিত এই বাংলাদেশি গিটারিস্ট।


Post a Comment

নবীনতর পূর্বতন