লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী | Latest News

লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী | Latest News


মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ। বুধবার নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

অভিনেত্রীর মৃত্যুর কারণ পুরোপুরি স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারীরিক জটিলতায় মৃত্যু হয়েছে তার। কারণ, বেশ কিছুদিন আগে লিভার প্রতিস্থাপন করিয়েছিলেন তিনি। এরপর থেকে নানা শারীরিক জটিলতায় পড়েন অভিনেত্রী মিশেল।

নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ফোন পেয়ে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে যান তারা। সেখান থেকেই অচেতন অবস্থায় মিশেলকে উদ্ধার করা হয়। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে সূত্রের খবর, বুধবার সকালে 'ওয়ান কলম্বাস প্লেস' -এর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে শেষবারের মতো দেখা যায় মিশেলকে।

মাত্র তিন বছর বয়স থেকেই অভিনয়ের সঙ্গে ১৯৯৬ সালে 'হ্যারিয়েট দ্য স্পাই' ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। টেলিভিশন সিরিজেও তার জুড়ি মেলা ভার। তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এ ডন সামারস চরিত্রে এবং ‘গসিপ গার্ল’-এ জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তিনি ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ এবং ‘কিলিং কেনেডি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

Post a Comment

Previous Post Next Post