যে কারণে ‘বাবা’ হতে সময় নিচ্ছেন অবিবাহিত সালমান | Latest News

যে কারণে ‘বাবা’ হতে সময় নিচ্ছেন অবিবাহিত সালমান | Latest News


বলিউড পাড়ায় সবচেয়ে আলোচিত সালমান খানের প্রেম। বারবার প্রেমে পড়েছেন, সম্পর্কে জড়িয়েছেন, ভেঙেছেও। পরিণতি পায়নি একগুচ্ছ প্রেমের একটিও। শোনা যাচ্ছে, ইউলিয়া ভান্তুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড ভাইজান। তবে সম্পর্কের কথা কেউ সামনে আনেননি।

সালমানকে নিয়ে বহুল চর্চিত প্রশ্নটি হচ্ছে, বলিউড খান বিয়ে কবে করছেন? ৫৯ বছরেও তরুণ সুপারস্টারের কাছে এখনও অনেক সময় বাকি। সালমানের ভাইপো আরহানের পডকাস্টে বলেছেন, ‘এখনও (আমার বাবা হওয়ার) সময় আছে। খানিক বেশিই সময় আছে।’

এরমাঝে ভালোবাসা দিবসে বলিউড তারকা দিয়েছেন ইঙ্গিত। একা নয়, সামলান বিশেষ দিনটি কাটিয়েছেন কাছের মানুষদের সঙ্গেই। বিশেষ কারও সঙ্গে দিন কাটানোর পরিবর্তে, সালমান পরিবারের সঙ্গে উদযাপন করেন ভ্যালেন্টাইন্স ডে।

ইন্সটাগ্রামে একটি পারিবারিক ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘অগ্নিহোত্রিয়ান, শারমানিয়ান এবং খানেনিয়ানরা আপনাদের সকলকে একটি শুভ পরিবার দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।’

বর্তমানে সালমান আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত। ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন। তবে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন অভিনেতা।

Post a Comment

أحدث أقدم