ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ‘আয় হায় বাদো বাদি’ শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর! গানটি গেয়েছিলেন পাকিস্তানের আলোচিত তথাকথিত সংগীতশিল্পী চাহাত ফাতেহ আলি খান। বলা বাহুল্য, বেতালে-বেসুরে গাওয়াতেই ভাইরাল হয়েছিল গানটি।
গানটি যখন ইউটিউবে প্রকাশ করা হয়, তখন অল্প কয়েকদিনেই সেটির ২৮ মিলিয়ন ভিউজ উঠে যায়। এরপর থেকেই নিয়মিত ট্রোলড হয়েছে গানটি; বানানো হয়েছে অসংখ্য মিমস ও ফানি রিলস।
এবার আলোচিত এই গানের সঙ্গে যুক্ত হতে দেখা গেল পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মীরাকে। সম্প্রতি চাহাত ফাতেহ আলি খানের সঙ্গে গানটি গেয়েছেন তিনি; যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চাহাত ফাতেহ আলি খান। আর তা রীতিমতো নেটিজেনদের মাঝে আলোড়ন তুলেছে।
ভিডিওটিতে দেখা যায়, ‘আয় হায় বাদো বাদি’ গানটি গাইছেন চাহাত। শুরুর কলি চাহাতের গাওয়া শেষ হলে পরের কলি ধরেন অভিনেত্রী মীরা। আর তা ভাইরাল হতেই হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মাঝে।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাহ কি সুন্দর জুটি!’। আরেকজন লিখেছেন, ‘এই বৃদ্ধ লোককে খুবই হাস্যকর দেখাচ্ছে।’
উল্লেখ্য, পাকিস্তানের কিংবদন্তি গায়িকা নূর জাহানের ‘বাদো বাদি’ গানকে বিকৃত করে উপস্থাপন করেছেন চাহাত ফাতেহ আলি খান; সে জন্য বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি। গানটির ভিডিওটিতে চাহাতের সঙ্গে জুটি বেঁধেছিলেন পাকিস্তানি অভিনেত্রী ওয়াজদান রাও রণঘর।
إرسال تعليق