ওটিটি ছিল সোনার ডিমের মতো : কিরণ রাও | Latest News

ওটিটি ছিল সোনার ডিমের মতো : কিরণ রাও | Latest News


বলিউড পরিচালক কিরণ রাও ‘লাপাতা লেডিজ’, ‘ধোবি ঘাট’-এর মত একের পর এক দর্শকের মন ছুঁয়ে যাওয়া সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। এবার ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। 

ডিজিটাল মাধ্যমের চাহিদা যতই বাড়ুক, এই ব্যাপারে ভিন্ন মত কিরণের। স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আয়োজিত ইন্ডিয়ান স্ক্রিন রাইটার্স কনফারেন্সে এই বিষয় নিয়ে কথা বলেন কিরণ।

কিরণের কথায়, ‘ভারতের ওটিটি প্ল্যাটফর্মে আমরা যা দেখি আর বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমায় যা দেখি, তার মধ্যে কোনও পার্থক্য নেই খুব একটা।’ 

‘বিশ্ব পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আমার মতে পূরণ করা সম্ভব হয়নি হয়ত। আমার মনে হয়, সাময়িকভাবে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এটা বিবর্তন নয়।’

তার ভাষ্য, ‘এক দশকেরও কিছুটা সময় আগে যখন ভারতে ওটিটি শুরু হয়েছিল, তখন মানুষ খুবই স্বাধীন এবং সৃজনশীল ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য দিকগুলোও এতে প্রাধান্য পেয়েছে। ওটিটি ছিল সোনার ডিমের মতো। প্রত্যেকেই যা স্বপ্ন দেখেছিল তা হয়ত করতে পারত।’

শেষে বলেন, ‘এই মাধ্যমে অনেক প্রতিশ্রুতি আছে। অনেক গল্প বলার আছে। আমি জানি না কতজন সেটা করতে পেরেছে। সব কিছুর মতো ওটিটিরও একটা স্বর্ণযুগ ছিল। কিন্তু আমি নিশ্চিত নই যে এরপর কী? ভারতে ওটিটি নিয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন আছে।’

Post a Comment

Previous Post Next Post