বুঝতে পারিনি নাচটা দর্শক এভাবে দেখবেন : উর্বশী রাউতেলা | Latest News

বুঝতে পারিনি নাচটা দর্শক এভাবে দেখবেন : উর্বশী রাউতেলা | Latest News


বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। 

এ ঘটনা নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার ছবি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনদের একটা বড় অংশ। এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে।

যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য আসলে এমন কটাক্ষ হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।’ 

 উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজ ভাবে গ্রহণ করতে পারেননি। তার কথায়, ‘আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা দল হিসেবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’

তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু’জনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। তার সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।’

Post a Comment

أحدث أقدم