হলিউড সিনেমায় সালমান-সঞ্জয়, শুটিং সৌদি আরবে | Latest News

হলিউড সিনেমায় সালমান-সঞ্জয়, শুটিং সৌদি আরবে | Latest News


ভাইজান সালমান খানের চেয়ে বলিউডে একেবারে কম দাপট নিয়ে চলেন না মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। বি-টাউনের জনপ্রিয় এই দুই হিরোর গন্তব্য এবার হলিউডে; তাও আবার একসঙ্গে! আর এমন খবর প্রকাশ্যে আসতেই সিনেমহলে থামছে না শোরগোল।

জানা গেছে, হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে। আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা। আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে। দেশটির আলউলা স্টুডিওজে শুরু হয়েছে সেই হলিউড ছবির শুটিং; যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকান থ্রিলার ঘরানার সেই ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে। তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি।

আরও জানা গেছে, সালমন এবং সঞ্জয় আন্তর্জাতিক স্বীকৃত তারকা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের কদর রয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য রাখাও হয়েছে উপযুক্ত দৃশ্য, যা দর্শকমনে থাকবে।

আন্তর্জাতিক প্রযোজকদের কাছে সৌদি আরবের আলউলা স্টুডিওজ বেশ পছন্দের শুটিং লোকেশন। জেরার্ড বাটলারের কান্দাহার-এর (২০২৩) মতো হলিউড ছবিগুলোর শুটিং হয়েছে। এরই ধারাবাহিকতায় সালমান-সঞ্জয়ের সেই হলিউড থ্রিলারের সিনেম্যাটিক পটভূমি তৈরি করবে এই স্টুডিও। তিন দিনের শুটিং শুরু করতে গত রোববার সকালে সালমান খানের টিম রিয়াদে পৌঁছেছে বলে জানা গেছে।


Post a Comment

أحدث أقدم