আবারও ছোট পর্দায় ফিরছেন তৃণা সাহা | Latest News

আবারও ছোট পর্দায় ফিরছেন তৃণা সাহা | Latest News


ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী তৃণা সাহা। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে প্রথম ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। মাঝে ছোট পর্দা ছেড়ে সিনেমা, সিরিজে পা রেখেছিলেন তিনি। এবার বছর দুয়েক বিরতির পরে আবারও ছোটপর্দায় ফিরছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬ বছর পর আবার ব্লুজ-এর ঘরে ফিরছেন তৃণা। ইতোমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। এই সিরিয়ালে তৃণার বিপরীতে রয়েছেন ইন্দ্রজিৎ বসু।

সাক্ষাৎকারে তৃণা গণমাধ্যমকে বলেন, ‘আমি টেলিভিশনে ফিরব না, এমন কখনও ভাবিনি। তাছাড়া আমার হাতে এখন এত কাজ নেই যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেবো। সিনেমা, সিরিজের কিছু কাজ এসেছিল।’

তার কথায়, ‘হয় আমাকে তাদের পছন্দ হয়নি, কিংবা আমার কিছু জিনিস ভালো লাগেনি। তাছাড়া কিছু ছবি তৈরি হলেও, রিলিজ করার কোনও নিশ্চয়তা থাকে না। সব মিলিয়ে আমি টেলিভিশনে ফিরব বলে ঠিক করলাম।’

অভিনেত্রীর ভাষ্য, ‘স্নেহাশিসদার সঙ্গে কাজ করা ভীষণ স্বস্তির। চিত্রনাট্য লেখা, পরিচালনা, এডিট করা, গান লেখা, মিউজিক সবটাই একা হাতে করেন। তাই ব্লুজ এর পক্ষ থেকে যখন আমার কাছে প্রস্তাব এসেছিল, দু’বার ভাবিনি।’ 

Post a Comment

নবীনতর পূর্বতন