গ্ল্যামার দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করতে অনেক কসরত করতে হয় তারকাদের। বিশেষ করে মডেল বা অভিনেত্রীরা প্রতিযোগিতার ময়দানে নিজের সেরা গড়ন দেখাতে কড়া ডায়েট ও নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকেন। কিন্তু রূপ-সৌন্দর্য্য বাড়াতে অনেকে এমন ট্রিটমেন্ট করে বসেন, যার পরিণাম হয়ে ওঠে অত্যন্ত ভয়াবহ।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বাফটা-এর রেড কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। আর সেখানে তার শারীরিক অবস্থা দেখে হতাশ তার আশেপাশের মানুষ! কারণ, তার চেহারায় ফুটে উঠেছে কঙ্কালসার অবস্থা! যা দেখে রীতিমতো চমকে গেছেন সকলে। এতে অনেকের মনেই প্রশ্ন ওঠে, তাহলে কি ওজন কমাতে গিয়ে বিপদ ডেকে আনলেন আরিয়ানা?
আবার অনেকে এও মনে করেছেন, আরিয়ানা হয়ত ক্যারিয়ারের মধ্যগগনে, তাই বোধহয় অত্যন্ত ব্যস্ততা, শরীরের ওপর চাপ পড়ায় কাবু হয়ে গেছেন তিনি। কিন্তু আরিয়ানার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অত্যধিক মানসিক চাপের কারণেই শরীরের এই করুণ পরিণতি আরিয়ানার।
আরিয়ানার এক পুরোনো সহকর্মীর দাবি,অত্যধিক ব্যস্ততার জন্যই এটা হয়েছে। খাওয়া-ঘুম পর্যাপ্ত না রেখে বরং অবিরাম ফ্যাশনের পেছনে ছুটেছেন তিনি। আর সে জন্যই নিজের বিপদ ডেকে এনেছেন আরিয়ানা গ্র্যান্ডে।
আমেরিকান গায়িকার সঙ্গে কাজ করেছেন এমন এক ব্যক্তির কথায়, দীর্ঘদিন মানসিক চাপের মাঝে ছিলেন এই শিল্পী। তবুও খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে যে কাজই করতেন সাফল্য পেতেন। এক সাক্ষাৎকারে আরিয়ানা মানসিক চাপের কথা শেয়ার করেছিলেন। তবে নিজেকে ভালো রাখতে অনেক রকমের থেরাপির সাহায্যও নিয়েছেন এই মার্কিন শিল্পী।
Post a Comment