এবার মধুমিতার বিয়ের খবরে যা বললেন প্রাক্তন স্বামী | Latest News

এবার মধুমিতার বিয়ের খবরে যা বললেন প্রাক্তন স্বামী | Latest News


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সংসারের সুখ যেন সইলো না মধুমিতার। ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ। তারপর দুজনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নেন। ব্যস্ত হয়ে পড়েন যে, যার কাজে।
মাঝে  কেটে যায় অনেকটা সময়। এরপর গত বছর ছোটবেলার বন্ধু দেবমাল‍্য চক্রবর্তীর সঙ্গে নতুন প্রেমের ছন্দে ফেরেন মধুমিতা। এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা।

মধুমিতা জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সে খবর কানেও গেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামীর, জানিয়েছেন শুভবার্তাও।
প্রতিক্রিয়া জানিয়ে মধুমিতার উদ্দেশে সৌরভ বলেন, ‘আমার সাধুবাদ রইল। সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।
গেল বছর পূজার সময় নতুন প্রেমিককে নিয়ে ধরা দেন মধুমিতা। সে সময় প্রেমিকের সঙ্গে কিছু ছবি প্রকাশ করে নতুন সম্পর্কের কথা জানান অভিনেত্রী। অভিনেত্রীর সেই প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। পেশায় একজন ইঞ্জিনিয়ার তিনি। তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে এবার বসতে যাচ্ছেন তিনি।




Post a Comment

أحدث أقدم