ভারতীয় নায়িকার মন ভাঙলেন পাকিস্তানি অভিনেতা | Latest News

ভারতীয় নায়িকার মন ভাঙলেন পাকিস্তানি অভিনেতা | Latest News


দর্শকের কাছে ‘ড্রামা কুইন’ হিসেবেই পরিচিত ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। দিন কয়েক আগে অভিনেত্রী ঘোষণা করেন, তিনি নাকি পাকিস্তানের পুত্রবধূ হতে চলেছেন। তাকে বিয়ে করতে নাকি খুব বেশি আগ্রহী পাকিস্তানের এক অভিনেতা। তার নাম দোদি খান। অভিনয়ের পাশাপাশি পেশায় একজন ব্যবসায়ীও তিনি।

রাখি জানিয়েছিলেন, ইসলামিক রীতি মেনেই বিয়ে হবে তাদের। পরে তিনি ভারতে একটি রিসেপশনের আয়োজন করবেন এবং হানিমুনে নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে যাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু, নায়িকার এত সব প্ল্যানের পর ভেস্তে গেল সবকিছু। শোনা যাচ্ছে, রাখিকে বিয়ে করতে অস্বীকার করেছেন দোদি খান।

বলা বাহুল্য, পাকিস্তানি অভিনেতার এই বিয়েতে অস্বীকার মন ভেঙেছে রাখির। বৃহস্পতিবার রাতে দোদি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, রাখিকে বিয়ে করতে চান না তিনি। আর তা শুনেই রেগে গেছেন অভিনেত্রীর ভক্তরা।
সেই ভিডিওতে দোদি খান বলেন, ‘কিছুদিন আগে আপনারা সামাজিক মাধ্যমে আমার একটি ভিডিও দেখেছিলেন। যেখানে আমি রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যখন আমার সঙ্গে তার পরিচয় হয়, তখন মনে হয়েছিল তিনি এমন একজন মানুষ, যিনি ঈশ্বরকে খুব ভালোবাসেন। তিনি তার জীবনে অনেক উত্থান-পতনও দেখেছেন। বাবা-মাকে হারিয়েছেন ঠিকই, কিন্তু যতদিন তারা বেঁচেছিলেন দেখাশোনা করেছেন। আমার খুব ভালো লেগেছিল তাকে। তাই প্রস্তাব দিয়েছিলাম।’
অনেকেই বলছেন, এটা ভারতীয় অভিনেত্রীর অনুভূতিতে আঘাত। কেউবা লিখেছেন, ‘প্রথমে না ভেবেই কি প্রপোজ করে দিয়েছিলেন? মিডিয়ার কথা চিন্তা না করে আপনি রাখিকে বিয়ের পর সুখী জীবনযাপন করতে পারতেন। মানুষ সমালোচনা করবেই। তাই বলে বিয়ে ভাঙা ঠিক নয়।’

তবে দোদির মনে হয়েছে মানুষ বিষয়টিকে খুব ভালো ভাবে নিচ্ছেন না। তিনি এই বিষয়ে প্রচুর বার্তা এবং ভিডিও পেয়েছেন। এবং তিনি সেটা সহ্য করতে পারছেন না।

Post a Comment

Previous Post Next Post