কাঁড়ি কাঁড়ি টাকা, সমাজের একেবারে উচ্চস্তরে চলাফেরা এবং জনতামহলে দারুণ জনপ্রিয় হলেই যে তার চিন্তাভাবনার পরিসর উদার হবে, এমন কোনও মানে নেই। সেই কথাই যেন চোখে আঙ্গুল দিয়ে ফের একবার প্রমাণ করলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী।
পর্দায় তথাকথিত দুষ্টু লোকেদের পেটানো থেকে গরমাগরম সংলাপ- সবকিছুই ফিকে পড়ে গেল চিরঞ্জীবীর লিঙ্গবিদ্বেষী মন্তব্যে, যা থেকে স্পষ্ট তার লিঙ্গবৈষম্য মনোভাব। কী এমন বলেছেন ‘আরআরআর’ তারকা রাম চরণের বাবা?
সম্প্রতি জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দমের ‘ব্রহ্মা আনন্দম’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন এই ‘মেগাস্টার’। সেখানেই উপস্থিত হাজার হাজার দর্শকের সামনে নায়কোচিত ভঙ্গিতে তিনি জানালেন, নিজের বাড়িতে একেকসময় তার নিজেকে লেডিজ হোস্টেলের ওয়ার্ডেন লাগে। কারণ তার বাড়িতে রয়েছে চারজন নাতনি। এখানেই শেষ নয়। চিরঞ্জীবী আরও জানান, তিনি চান এবার তার একটি নাতি হোক, তাহলে তাদের বংশের ধারা বজায় থাকবে!
চিরঞ্জীবীর কথায়, ‘‘বাড়িতে এত মেয়ে, চারদিকে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হস্টেলে আছি। তাই রাম চরণকে বলেছিলাম আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একটা ছেলে চাই। কিন্তু ভয়ে ছিলাম মেয়েই হবে। যদিও নাতনি আমাদের চোখের মণি।’’
রাম চরণ মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘‘চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সকলের সঙ্গে আমাদের কন্যা ক্লিন কারার পরিচয় করাচ্ছি।’’
অভিনেতা জানান, নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ। এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে, এটাই এর মাহাত্ম্য।
নাতনির নাম রাখার নেপথ্যে ছিলেন দাদু চিরঞ্জীবী। কিন্তু তিনি নাকি মন থেকে চাননি নাতনি হোক। পুত্র রাম চরণকে নাকি বলে রেখেছিলেন, ‘এ বার বাড়িতে একটা ছেলে চাই’।
উল্লেখ্য, ২০২৩ সালে রাম চরণের পরিবারে আগমন হয় তাদের কন্যা সন্তান ক্লীন ক্লারা কোনিডেলা।
বলাই বাহুল্য, চিরঞ্জীবীর এই বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এত বড় তারকার মুখে এ ধরনের লিঙ্গবৈষম্যমূলক উক্তি শুনে মেজাজ হারিয়েছে নেটপাড়া।
বহু মহিলা চিরঞ্জীবীর মানসিকতার কড়া ভাষায় নিন্দা করেছেন। একজন লিখেছেন- “আমার নিজের একটি কন্যাসন্তান রয়েছে। তা সত্বেও আমার চারপাশের বহু মানুষ ক্রমাগত চান আমি যেন একটি পুত্রসন্তানের জন্ম দিই। জঘন্য লাগে যখন দেখি চারপাশের মানুষজন আমাদের এমন ব্যাপারের উপর আধিপত্য কায়েম করতে বলে যা নিয়ন্ত্রণ করা কোনওভাবেই আমাদের হাতে থাকে না।”
একটি মন্তব্য পোস্ট করুন