📆 মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫🕑 ১টা:৩৭মিনিট:৪৪সেকেন্ড অপরাহ্ন
নেটিজেনদের কটাক্ষের জবাবে যা বললেন সাবা আজাদ | Latest News

নেটিজেনদের কটাক্ষের জবাবে যা বললেন সাবা আজাদ | Latest News


বলিউড অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে সুজানের বিবাহ বিচ্ছেদের পর  একটা লম্বা সময় নাকি ‘সিঙ্গেল’ ছিলেন হৃতিক। এরপর বছর তিনেক আগে তার জীবনে আসেন সাবা আজাদ। গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে হৃতিকের যে সম্পর্ক রয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা করে থাকেন। 

তবে খ্যাতনামী ব্যক্তিত্বের প্রেমিকা হওয়ার যেন অভিনেত্রীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ট্রলিংয়ের পাশাপাশি তার প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নিটিজেনরা। এবার যেমন সাবাকে অর্থ উপার্জনের জন্য একপ্রকার কাজ না করারই পরামর্শ দেওয়া হল।

কারণ তিনি হৃতিকের প্রেমিকা। তবে এবার আর  চুপ থাকেননি সাবা। পালটা জবাব দিয়েছেন ওই ট্রলারকে। সম্প্রতি সাবা তার আসন্ন ওয়েব সিরিজ ‘হু ইস ইওর গাইন্যাক’ এর দ্বিতীয় সিজন প্রকাশের বিষয়ে জানান। 

সেই খবর পাওয়ামাত্রই এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘ভেবেছিলাম সিজন ২ কখনোই আসবে না, আসলে ম্যাডাম তো গ্রিক গডের অফিশিয়াল গার্লফ্রেন্ড। কিন্তু এখন পরের সিজন নিয়ে আমি  দারুণ উত্তেজিত।’

সেই মন্তব্য দেখার পরেই মেজাজ হারান সাবা। ওই নেটিজেনের নাম তুলে কটাক্ষের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে পালটা জবাব দেন সাবা। ‘সুমিতজি আঙ্কেল জি! আপনার জগতে বোধহয় কেউ প্রেমে পড়লেই অক্ষম হয়ে যান, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেন এবং নিজের টেবিলে খাবার রাখার প্রয়োজনীয়তা জাদুবলেই ভ্যানিশ হয়ে যায় বাহ।’

Post a Comment

أحدث أقدم