হৃতিককেও ছাড়িয়ে যাবে ছেলে হৃদান, কবে আসছেন অভিনয়ে | Latest News

হৃতিককেও ছাড়িয়ে যাবে ছেলে হৃদান, কবে আসছেন অভিনয়ে | Latest News


বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী সুজান খান বহুবছর আগেই আলাদা হয়েছেন। দুজনেই নতুন করে আলাদাভাবে সংসারের পথেও হাঁটছেন। সুজানের সঙ্গে বর্তমানে সম্পর্ক রয়েছে আর্সলান গোনির। অন্যদিকে সাবার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃতিক। 

বাবা-মায়ের বিচ্ছেদের পর সুজানের সঙ্গেই থাকে দুই ছেলে হৃহান ও হৃদান। হৃতিক-সুজানের বিচ্ছেদের সময়ও বেশ ছোট ছিলেন তারা। তবে এখন দুজনেই বড় হয়েছেন। পাশাপাশি নেটদুনিয়াতেও নজর কাড়ছেন।

সম্প্রতি ভাইরাল হয়েছে হৃতিক-সুজানের ছোট ছেলে হৃদান। ডকুমেন্টরি সিরিজ 'দ্য রোশানস'-এর সাফল্য উদ্‌যাপনে পরিবারের সঙ্গে দেখা গেল তারকাপুত্রকে। 

তার হাঁটাচলা, ভাব-ভঙ্গিমা থেকে শুরু করে চুল ঠিক করার কায়দা দেখে বাবা হৃতিকের সঙ্গে হুবহু মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এমনকী 'গ্রিক গড'-এর থেকেও সৌন্দর্যে অনেক এগিয়ে তার ছেলে, এ কথাও বলেছেন অনেকে।

হৃদান অভিনয় জগতে কবে আসছে? এই প্রশ্নও তুলেছে নেটিজেনরা। তার সঙ্গে নায়িকা হিসেবে কাকে মানাবে সেই পরিকল্পনাও চলছে হৃতিকের অনুরাগীদের মধ্যে। 

যদিও দুই ছেলেকে বিনোদন জগত থেকে খানিকটা আড়ালেই রেখেছেন হৃতিক-সুজান। কিন্তু পরবর্তীতে বাবার পথেই তারা হাঁটবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 

পাপারাজ্জিদের ক্যামেরায় হৃদানের মন ভোলানো হাসি দেখে নেটিজেনদের অনুমান সে অভিনয় জগতে এলে নাকানি চুবানি খাওয়াবে বর্তমান প্রজন্মের হিরোদের।

কবে আসতে চলেছেন হৃতিকের ছেলে অভিনয়ে? সেটা হয়তো এখন সময়ই বলে দেবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন