ভয়ংকর রূপে দেখা দিলেন শাকিব | Latest News

ভয়ংকর রূপে দেখা দিলেন শাকিব | Latest News


প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র ট্রেজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেজারের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানে শেয়ার দিয়েছেন। যেখানে তার ভয়ংকর রূপ দেখা গেছে।

ট্রেজারের শুরুতে মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয়না।’

ভিডিওতে শাকিব খানকে পুরোদস্তুর গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছে। তাকে বলতে শোনা যায় আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু (ইধিকা পাল) শুধুই আমার। সব মিলিয়ে দর্শকরা এখন অপেক্ষায় রয়েছে ছবি মুক্তির।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটি আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। 

প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এই ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ।

Post a Comment

أحدث أقدم