প্রেমে ব্যর্থতা, বিয়ে না করেই মা হতে চান বাঙালি অভিনেত্রী | Latest Bangla News

প্রেমে ব্যর্থতা, বিয়ে না করেই মা হতে চান বাঙালি অভিনেত্রী | Latest Bangla News



ওপার বাংলার ধারাবাহিক নাটক থেকে সিনেমার জগতের পরিচিত মুখ টিনা দত্ত। বহুদিন আগেই টলিউড থেকে পাড়ি দিয়েছিলেন বলিউডে। ছিলেন ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি'তে। 
বিদ্যা বালান ও সাইফ আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল 'পরিণীতা'তে। এছাড়াও হিন্দি ধারাবাহিকেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। 

তবে যেমন সাফল্য পেয়েছেন বিনোদন জগতে তেমনই তাকে ঘিরে থেকেছে বিতর্ক। বয়স ৩৩ পেরিয়ে গেলেও বসেননি বিয়ের পিঁড়িতে। বরং বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছা তার।
ক্যারিয়ারে সাফল্য পেলেও, প্রেমজীবনে পাননি সুখের দেখা। এক সাক্ষাৎকারে টিনা জানিয়েছিলেন, এক ব্যক্তির সঙ্গে প্রায় ৫ বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু ওই ব্যক্তির কাছে নিগ্রহ হতেন অভিনেত্রী। তারপর এক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। যে কারণে বর্তমানে যেকোনো সম্পর্কে জড়াতে ভয় পান তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারোগেসি বা দত্তক নেওয়ার মাধ্যমে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন টিনা। তিনি জানান, সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চান। এতে পরিবারও আপত্তি করবে না।

তার কথায়, আমি সুস্মিতা সেনের মতো মহিলাদের প্রশংসা করি। আমার বাবা-মা, একটি ছোট শহর এবং একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসা সত্ত্বেও, সবসময় প্রগতিশীল ছিলেন। আমি সারোগেসি বা দত্তকের মাধ্যমে সন্তান নিতে চাইলেও, তারা কখনও আমার বিরোধিতা করবেন না। আমি যদি মনে করি, নিজের এবং আমার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি, একটি শিশুরও যত্ন নিতে পারব তাহলে বাবা-মা সমর্থন করবেন। সেই দায়িত্বের জন্য স্বামীর উপর নির্ভর করার কোনও দরকার নেই।



Post a Comment

নবীনতর পূর্বতন