ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন কুসুম শিকদার | Kusum Latest News

ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন কুসুম শিকদার | Kusum Latest News


আসছে ভালোবাসা দিবস, আর তা ঘিরে নানা কাজে ব্যস্ততা বাড়ে শোবিজ অঙ্গনে। দর্শকদের উপহার দিতে তারকা-অভিনয়শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোম্যান্টিক নাটক-শর্টফিল্মের কাজে। এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা।

তবে তারকারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল, ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা থাকবেই! সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে, কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে?

সম্প্রতি ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী কুসুম শিকদারকে। সিনেমার প্রযোজনায় মন দিয়েছিলেন কুসুম শিকদার। অভিনয়ও করছেন। সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত নতুন ছবি শরতের জবা মুক্তি পেয়েছে। এখন কাজ শেষে মুক্ত সময় কাটাচ্ছেন নায়িকা। তাই তো প্রশ্নের মুখে পড়লেন, এবারের ভালোবাসা দিবসের পরিকল্পনা কী কুসুম শিকদারের!

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো একটি ইভেন্টে উপস্থিত ছিলেন কুসুম শিকদার। পরনে বিভিন্ন কাজ করা একটি লাল কামিজ। নজরকাড়া সেই পোশাকের সঙ্গে তার রূপও ফুটে উঠেছে ব্যাপক; সঙ্গে খুব খোশমেজাজেই কথা বলছেন তিনি।

এ সময় কুসুম শিকদার বলেন, '১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।' প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, 'হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।' 

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেন অভিনেত্রী। এরপরও প্রেম নিয়ে বলেন, 'শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।'

Post a Comment

Previous Post Next Post