কুসুম এখন রটারড্যামে | Kusum Latest News

কুসুম এখন রটারড্যামে | Kusum Latest News


মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত ডিসেম্বরেই জানা যায়, সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আজ সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে।

উৎসবে অংশ নিতে জয়া এর মধ্যেই পৌঁছে গেছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। বাংলাদেশ সময় গতকাল রাতে নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

নীল জিনস আর সাদা শার্ট পরা ছবি দিয়েছেন জয়া, শেয়ার করেছেন উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র পোস্টার। আজ উৎসবে ছবিটি প্রদর্শিত হবে জানিয়েছেন তিনি।

গত বছরের ডিসেম্বরে সিনেমাটি যখন রটারড্যামে নির্বাচিত হয়, তখন দেওয়া প্রতিক্রিয়ায় প্রথম আলোকে জয়া বলেছিলেন, ‘কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন। চরিত্রটি করা আমার জন্য আনন্দের ছিল। ছবিটি রটারড্যাম উৎসবে নির্বাচিত হয়েছে, এটি আমাদের জন্য ভালো লাগার বিষয়।’

ছবির পরিচালক সুমন মুখোপাধ্যায়। তিনি সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তাঁর প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’

গত ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল। আগামী মে মাসে ছবিটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Post a Comment

أحدث أقدم