প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল | Keya Payel Letest News

প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল | Keya Payel Letest News

বর্তমান সময়ে ছোটপর্দার পছন্দের মুখ কেয়া পায়েল। বছরজুড়েই ব্যস্ত থাকতেন বিভিন্ন কাজ নিয়ে। সেক্ষেত্রে বিশেষ দিবস থাকলে স্বাভাবিকভাবেই একটু কাজ বেড়ে যায় তার।

আসছে ভালোবাসা দিবসে একাধিক নাটক নিয়ে আসছেন কেয়া পায়েল। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত প্রসঙ্গেও নানা কথা বললেন কেয়া।

তবে বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারান। বিষয়টি নিয়ে অনেক শিল্পীরা এ নিয়ে অভিযোগ ও প্রশ্নও তুলেছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল। জানালেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও সোচ্চার।

কেয়া পায়েল বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।

গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশে কেয়া বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, তখন বলতে হয়, প্লিজ ভিডিও কইরেন না। এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়।

এদিকে সাম্প্রতিক কাজ প্রসঙ্গে কেয়া পায়েল জানালেন, আসছে ভালোবাসা দিবসে তিনটি নাটক আসছে কেয়া পায়েলের। সবকয়টি নাটকই তার কাছে বিশেষ। দর্শকরা তা পছন্দ করবেন বলেও আশাবাদী কেয়া।

Post a Comment

Previous Post Next Post