সুখবর দিলেন ইধিকা পাল | idhika Paul Latest News

সুখবর দিলেন ইধিকা পাল | idhika Paul Latest News

ছোট পর্দা থেকে সফর শুরু ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। বর্তমানে ভক্ত-অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চেনেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা। 

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমিও জানতে পেরেছি, কোনও ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলতো না। অথবা দু’বার ভেবেও দেখত না।’ 

‘হঠাৎ এই প্রস্তাব আসে। আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, এ ছবিও দর্শকের ভাল লাগবে।’


তার কথায়, ‘আমি খুব খুশি, খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে তাই খুশি। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভালো করে করতে হবে।’

প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা করা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। ‘খাদান’-এর সাফল্যের পরে আবারও চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি।


Post a Comment

أحدث أقدم