পপির কষ্টের টাকা তাঁর ১৪ গোষ্ঠী মিলে শেষ করেছে: নায়িকা পলি

পপির কষ্টের টাকা তাঁর ১৪ গোষ্ঠী মিলে শেষ করেছে: নায়িকা পলি

দীর্ঘদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে আছেন জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খোলেননি তিনি। এক সময়ের জনপ্রিয় এই এবার খবরের শিরোনাম হলেন নেতিবাচক বিষয় নিয়ে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তাঁর মাসহ পরিবারের সদস্যরা। তবে পপির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অযৌক্তিক বলে মনে করেছেন তাঁর কিছু সহকর্মী।

চিত্রনায়িকা পপিকে নিয়ে আলোচনার মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী নায়িকা রিয়ানা রহমান পলি। সেই সূত্র ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি সমকালকে বলেন, ‘পপি আমার দীর্ঘদিনের সহকর্মী। তাঁর সঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছি। সেই সুবাদে আমি কাছে থেকে চিনি-জানি। ক্যারিয়ারের শুরু থেকে পপি পরিবারের জন্য কী করেছে, সেটা আমরা সবাই কম-বেশি জানি। এতোকিছু করার পরও পপির পরিবারের সদস্যরা কীভাবে এমন অভিযোগ তুলতে পারে সেটা বুঝে আসছে না।’

১৯৯৫ সালের পর থেকে পপির বাবাও বেকার ছিলেন। বলতে গেলে, পপি প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে তাঁর পরিবারের কারো রোজগারের পথ ছিল না। নিজের টাকায় পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন। এমনকি বিয়েও করেছেন দেরিতে। নিজের টাকায় তিনি অনেক জায়গা জমি কিনেছেন। এই সময় এসে পপির বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ উঠেছে তা একেবারে অযৌতিক বলে মানে করেন এই নায়িকা।

পলির কথায়, ‘ফিল্মে পপির কোনো বান্ধবী ছিল না। তাঁর মা সেটা কখনো চাইতেন না। তিনিই সব সময় পপির সঙ্গে থাকতেন। এর মাঝেও তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমরা দেখেছি পপি কত টাকা আয় করতো। সেই সময় কিন্তু পপির পরিবারে আয় করার মত কোনো মানুষ ছিল না। পপির সব টাকা তাঁর মা-বাবার হাতে চলে যেতো। মা-বাবাসহ সব ভাইবোন পপির টাকায় চলল। সেই ধারা আজ প্রায় ২৫ বছর ধরে চলে আসছে। ক্যারিয়ারের শেষ সময়ে যদি তাঁর নিজের আয়ের হিসাব পরিবারের কাছ থেকে চায় সেটা অপরাধ হয় কীভাবে।’

Post a Comment

Previous Post Next Post