আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে?| Amir Khan Latest News

আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে?| Amir Khan Latest News


বলিউডে অনেকদিন ধরে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন চলেছে। সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন আমির। মাসখানিক ধরে চলা সেই গুঞ্জনের মধ্যে আমির খানের পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ফাতিমার।

কিন্তু এসবের বাইরেও শোনা গেল নতুন খবর! তৃতীয়বারের মতো নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। বলিউড সূত্রের খবর,  এ বছরেই নাকি বিয়ে করতে চলেছেন আমির! তবে পাত্রী কে, প্রশ্ন আসাটাই স্বাভাবিক।

জানা গেছে, এবার দক্ষিণের এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ৫৯ বছর বয়সী এই নায়ক নাকি অনেকটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গেও সেই নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির।

যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড মাধ্যম সূত্রে। অতঃপর সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন অধ্যায় শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র!

বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও- দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুইজনের সঙ্গে সপ্তাহে দুইদিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই। প্রেম নিয়ে ৫৯-এর আমির খান এখনও ফুরফুরে।

Post a Comment

নবীনতর পূর্বতন