কেন অভিনয় ছাড়লেন এই ইরানি অভিনেত্রী | Why did this Iranian actress quit acting?

কেন অভিনয় ছাড়লেন এই ইরানি অভিনেত্রী | Why did this Iranian actress quit acting?


ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি পরিচিতি পান হিন্দি সিনেমায় অভিনয় করে। ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘থর’ ছবিতে দেখা যায় তাঁকে। এর আগে ‘বিগ বস ৯’-এ অংশ নিয়ে ছিলেন আলোচনায়। তবে এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় মান্দানা।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন মান্দানা। তিনি জানান, অভিনয়ের পাট চুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং ও শিক্ষকতায় মন দিতে চান।

ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন মান্দানা। এখন তিনি ইন্টেরিয়র ডিজাইনিংকেই পেশা হিসেবে বেছে নিতে চান।

মান্দানা বলেন, ‘আমি এত অল্প বয়সে মডেল হয়েছি; নানা ব্যস্ততায় আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কী করে, তা আমি দেখতে চাই কি না? যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম।’

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’

ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। তাঁর কথায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপর বাড়িতে আসি …আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু এই জীবন ভালোবাসি।’

Post a Comment

নবীনতর পূর্বতন