ভিকির নতুন ছবি ‘ছাবা’ মুক্তির তারিখ ঘোষণা | Vicky New Film Latest News

ভিকির নতুন ছবি ‘ছাবা’ মুক্তির তারিখ ঘোষণা | Vicky New Film Latest News


চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘ছাবা’। এ ছবিতে ভিকিকে দেখা যাবে ছত্রপতি শিবাজীর ভূমিকায়। ২২ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার।

এই সিনেমাতে একেবারে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে ভিকিকে। যার জন্য নিজেকে অনেক পরিবর্তন করেছেন ভিকি। এদিকে ক্যাটরিনা কাইফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ছাবা’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন।

ভালো কাজ করার জন্য পরিশ্রম জরুরি। তবে তার সঙ্গে কাছের মানুষের সাপোর্টও প্রয়োজন। ভিকির জীবনের অন্যতম ‘সাপোর্ট সিস্টেম’ যে ক্যাটরিনা, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। সেটা আরও একবার প্রমাণিত হলো। ‘ছাবা’র পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ক্যাটরিনা সেটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

শুটিংয়ের আগে ভিকির প্রস্তুতিও ছিল অসামান্য। শুটিং চলাকালীন সময়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় হাতে আঘাত পান ভিকি। এ অবস্থায় শুটিং করেছিলেন তিনি। ভিকির সেই পরিশ্রমের ফল পোস্টারে ফুটে উঠেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের যুদ্ধের চলচ্চিত্র ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ -এ একজন সামরিক অফিসারের ভূমিকায় অভিনয় ভিকি কৌশলকে একজন প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। একই সাথে তিনি এরজন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 


Post a Comment

أحدث أقدم