বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান। তিনি মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ভক্ত-অনুরাগীদের কাছে পরিচিত। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকন এ সংগীতশিল্পী।
সম্প্রতি নিজের ভেরিফায়ের পেইজ থেকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘একের পর এক মানুষের বিয়া দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি, এটাই বাস্তব।’
কমেন্ট বক্সে তাশরীফ আরও লিখেছেন, ‘নিজের বিয়ার কথা নাকি নিজ মুখে বলতে নাই, তাই মানুষের বিয়ার আলাপ টা করলাম।’ এদিকে ভক্ত-অনুরাগীর বেশ ফানি কমেন্ট করেছে।
একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘ভাইয়া আপনার বাসায় কল চলে গেছে। কিছুদিন অপেক্ষা করুন, পরে আপনার উপর ক্রাশ খাওয়া মেয়েরাও আপনার মত এই স্ট্যাটাস টা দিবে।’
মেহরিমা মুন নামে আরেক নেটিজেনের কথায়, ‘কবে জানি দেখবো ভাইয়া আপনিও সবার মতো সারপ্রাইজ দিবেন আমাদের।’ সামিয়া লিখেছে, ‘ঠিক বলছেন ভাইয়া, ছোটবেলায় দেখতাম বড়দের বিয়ে বড় হয়ে দেখি ছোটদের বিয়ে।’
Post a Comment