স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের পরিকল্পনা | Tahsan Latest News

স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান, জানালেন ভালোবাসা দিবসের পরিকল্পনা | Tahsan Latest News


স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সদ্যই হানিমুন সেরে দেশে ফিরেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এসেই নিজের কাজে মন দিয়েছেন তিনি।

এরই মধ্যে স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শুটিংয়ে দেখা গেল তাহসানকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই শুটিংয়ের একটি ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করেন, নিশ্চয়ই তাহসানের নতুন কোনো গানের মুখ হতে যাচ্ছেন  রোজা আহমেদ। কিন্তু তাহসান এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি!

এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহসান। আসন্ন ছবি ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে তাহসানের বেশ কয়েকটি গান; যা নিয়েই মূলত তাহসানের ভালোবাসা দিবসের পরিকল্পনা।

ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসানের ভাষ্য, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

ভালোবাসা দিবসের মর্যাদা তাহসানের কাছে কতটা, সে প্রসঙ্গেও কথা বলেন তাহসান। গায়কের কথায়, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম।  আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।’

Post a Comment

أحدث أقدم