এখনও ঘোর কটেনি শুভশ্রীর, কনসার্টে যা দেখেছিলেন | Subhoshree Latest News

এখনও ঘোর কটেনি শুভশ্রীর, কনসার্টে যা দেখেছিলেন | Subhoshree Latest News


মুম্বাইয়ে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে টলিপাড়া থেকে গিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী। সোমবার সেখান থেকে ফিরেই উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।

এখনও ‘কোল্ডপ্লে’র মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি বলে জানান অভিনেত্রী। শুভশ্রী গাঙ্গুলী বলেন, অসাধারণ অভিজ্ঞতা। আমি ও রাজ দুজনেই ওদের খুব বড় অনুরাগী। এর আগে ২০১৫ সালে ওরা মুম্বইয়ে শো করেছিল। সে বার আমরা যেতে পারিনি। এবার গিয়ে স্বপ্নপূরণ হলো।

অভিনেত্রী বলেন, যারা সংগীত পছন্দ করেন, তাদের অবশ্যই একবার অন্তত কোল্ডপ্লে লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকা উচিত।

কোল্ডপ্লে’র অনুষ্ঠান থেকে প্রাপ্তি কী? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী জানান, খ্যাতির শীর্ষে থেকেও ব্যান্ডের সদস্যেরা যেভাবে মাটিতে পা রেখে চলেন, তা তার মন ছুঁয়েছে। 

অভিনেত্রীর কথায়, অনুরাগীদের সঙ্গে ব্যবহার থেকে শুরু করে, দেশ সম্পর্কে ছোট ছোট কথা— সব মিলিয়ে শ্রোতাদের আরও আপন করে নেন ক্রিস মার্টিন। ওদের কাজের মধ্যে যে সততা রয়েছে— সেটা অত দূরে দাঁড়িয়ে থেকেও ওদের চোখে প্রতিফলিত হচ্ছিল।

অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা বেশ কিছুক্ষণ চুপ ছিলেন বলে জানান শুভশ্রী। তিনি বলেন, রাতে একসঙ্গে আমরা কনসার্ট নিয়ে আলোচনা করেছি। এমনকি কলকাতায় ফেরার পথেও আমাদের আলোচনা হয়েছে। এখনও ঘোর কাটেনি। আগামী বহু বছর এই অভিজ্ঞতা ভুলতে পারব না।


Post a Comment

নবীনতর পূর্বতন