ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা | Sohana Saba Latest News | Sohana Saba

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা | Sohana Saba Latest News | Sohana Saba


বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। ২৪-র জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে থাকা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। যদিও অনেকদিন ধরেই দেশের বিনোদন জগতের আয়োজনে দেখা যায় না তাকে।


দেশে সোহানা সাবার উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাবা; তা অবশ্য জানা গেছে তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন দেখেই। দেশ ছেড়ে সেখানকার এক ফিল্মফেয়ারে মন দিয়েছেন অভিনেত্রী।


শোনা যাচ্ছে, আলোচিত এই অভিনেত্রী সেই ফিল্মফেয়ার উপলক্ষ্যে এক বড় দায়িত্ব পেয়েছেন। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই।


সোহানা সাবা আরও লেখেন, ‘একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।’


উল্লেখ্য, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। বিশেষ করে ‘আলো আসবেই’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সকলের ভূমিকা ছিল জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।

Post a Comment

নবীনতর পূর্বতন