৭৬ লাখ টাকার ঘড়ি হাতে শাহরুখ খান | Sharukh khan Latest News

৭৬ লাখ টাকার ঘড়ি হাতে শাহরুখ খান | Sharukh khan Latest News


বলিউডের বাদশাহ শাহরুখ খান। প্রজন্মের পর প্রজন্ম তার শেখানো প্রেমের ভাষায় বেঁচেছে। প্রেক্ষাগৃহে কিং খানের ছবি মানেই উপচে পড়া ভিড়। শুধু অভিনয়ই নয়, পর্দার বাইরেও বিভিন্ন বিষয়ে তার বক্তব্য মোহিত হয়ে শোনেন অনুরাগীরা। 

তাই যে কোনও অনুষ্ঠানেই শাহরুখের উপস্থিতি ভিড় বাড়ায় জনসাধারণের মাঝে। শুক্রবারও এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। যেখানে তার কথাবার্তা ও ব্যক্তিত্বের পাশাপাশি নজর কাড়ে হাতে থাকা ঘড়ি। 


বলিউডে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছেন শাহরুখ। তাই তার হাতে শোভাও পায় মূল্যবান বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। তবে সম্প্রতি সেই অনুষ্ঠানে শাহরুখের ব্যবহৃত হাতঘড়ির দাম শুনে চোখ চড়কগাছ অনুরাগীদের।

সসম্পূর্ণ কালো রঙের পোশাকে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। কানে ছোট ইয়ারস্টাড। গোটানো ছিল কালো জ্যাকেটের হাতা। তাই নজর গিয়ে পড়ে কব্জিতে। 

কালো বেল্টের এই ঘড়ির দাম আকাশছোঁয়া। ‘আডামাজ পিগে’ ব্র্যান্ডের এই ঘড়ির দাম নাকি ৭৬ লাখ ৮৪ হাজার ৮২৫ টাকা। এখানেই শেষ নয়। ভারতে এই ঘড়ি কেউ ব্যবহার করতে চাইলে তাকে দিতে হয় অতিরিক্ত ১৪ হাজার টাকা, শুধুমাত্র পরিবহণ খরচ হিসেবে।


এই ঘড়িতে রয়েছে কিছু বিশেষত্ব। ১৮ ক্যারেট স্যান্ড গোল্ড খচিত এই ঘড়ি সারা বিশ্বে রয়েছে মাত্র ২৫০টি। তার মধ্যে একটি রয়েছে বলিউডের বাদশাহের কাছে। 


হাতঘড়ি বরাবরই শাহরুখের খুব পছন্দের। তারকার বাড়ি অর্থাৎ মান্নাত-এ একটি বিশেষ ঘর রয়েছে হাতঘড়ির জন্য নির্দিষ্ট। সারা বিশ্ব থেকে নানা রকমের হাত ঘড়ি সংগ্রহ করে এই ঘরেই রেখেছেন শাহরুখ। 


এর আগে পটেক ফিলিপ ব্র্যান্ডের একটি দামি ঘড়ি পরতে দেখা গিয়েছিল শাহরুখকে। যেই ঘড়ির দাম ৬০ লাখ টাকা।

Post a Comment

أحدث أقدم