বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী ইসলাম নীলা | Shammi Islam Got Married | Miss World Bangladesh

বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী ইসলাম নীলা | Shammi Islam Got Married | Miss World Bangladesh

বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী ইসলাম নীলা



ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতেছে শাম্মী ইসলাম নীলা। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় রয়েছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে শাম্মী ইসলাম নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। 

বিয়ের বিষয়টি নিশ্চিত করে শাম্মী ইসলাম নীলা ক্যাপশনে লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি। 


Post a Comment

নবীনতর পূর্বতন