৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’ | Shakib Khan New film | Shakib khan latest news

৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’ | Shakib Khan New film | Shakib khan latest news


ঢালিউড তারকা শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’ মুখ থুবড়ে পড়েছিল সিনেমা হলে। সর্বভারতীয় সিনেমা হিসেবে প্রচারণা চালানো ছবিটি মুক্তি পায়নি ভারতে। এমনকি পাকিস্তানে চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সেটি। অবশেষে ৩৩ টাকায় ঘরে বসে ছবিটি দেখার সুযোগ করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

গতকাল বৃহস্পতিবার ছবিটি অবমুক্ত হয়েছে আইস্ক্রিনে। আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জানিয়েছে, দুলু মিয়াকে কি শেষ পর্যন্ত আইস্ক্রিনে খুঁজে পাওয়া যাবে? ছবিটি দেখতে আইস্ক্রিনে খরচ করতে হবে মাত্র ৩৩ টাকা।

গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় ঢালিউডের শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’। সিনেমার গল্পে একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে খুন হতে দেখা যায়। সবার সন্দেহ হয় দুলু মিয়া নামের এক আটোরিকশা চালককে। দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রেমের গল্পের আবরণে সিনেমাটি মূলত এক সাইকোথ্রিলার। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

Post a Comment

Previous Post Next Post