‘আমার জনপ্রিয়তাকে ব্যবহার করে পরিচালকরা’| Shakib Khan Latest News

‘আমার জনপ্রিয়তাকে ব্যবহার করে পরিচালকরা’| Shakib Khan Latest News


ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলস এর ভোকালিস্ট রূপম ইসলাম। ব্যান্ড সংগীতের পাশাপাশি টালিউডেও সংগীতের কাজ করেছেন তিনি। কিন্তু এ নিয়ে হঠাৎই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই গায়ক। জানালেন, তার নাম পদবি ও তার জনপ্রিয়তাকে ব্যবহার করে সিনেমা হিট করাতে চাইছেন পরিচালকেরা। 

সম্প্রতি এক শো-এ গান পারফর্ম করতে যান রূপম ও তার ব‌্যান্ড ফসিলসের সদস‌্যরা। সেখানেই টালিউডের পরিচালকদের উদ্দেশ‌্য করে তাকে নিজেদের স্বার্থে ব‌্যবহার করার অভিযোগ তুলে শোরগোল ফেলে দেন রূপম।

এই শিল্পীর কথায়, ‘আমাকে পরিচালকদের কৃপাপ্রার্থী হতে হয়নি। তারা আমাকে নিয়েছে আমার নামটা ব‌্যবহার করার জন‌্য। আমার জনপ্রিয়তা ব‌্যবহার করার জন‌্য তারা নিয়েছে আমাকে। আমি অতিরিক্ত কোনো সুবিধা সেখান থেকে পাইনি।’ এরপরই রূপমের ইঙ্গিতপূর্ণ মন্তব‌্য, ‘লাভবান কারা হয়েছে? যাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, তারা জানে।’


রূপম তথা ফসিলসের গান মানেই সোজাসুজি অপ্রিয় সত‌্য কথার বিস্ফোরণ, তারুণ্যের তেজ। যে কারণে বাংলার কিশোর ও তরুণ সমাজে রূপম ইসলামের জনপ্রিয়তা বহুজনের ঈর্ষার কারণ বলে মনে করা হয়। সেদিনের মঞ্চেও সেই চেনা আগুনে মেজাজ ঝাড়লেন এই সংগীতশিল্পী।


Post a Comment

أحدث أقدم