পুরোটাই সাজানো নয় তো, সাইফের ওপর হামলার সত্যতা নিয়ে উঠল প্রশ্ন | Saif Ali Khan Latest News

পুরোটাই সাজানো নয় তো, সাইফের ওপর হামলার সত্যতা নিয়ে উঠল প্রশ্ন | Saif Ali Khan Latest News

-রেডিও শহর ডেস্ক 


দুষ্কৃতীর হামলার পর চিকিৎসা নিয়ে গত মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটা নয়, মুখে ব্যাথার কাকুতি-মিনতিও নয় বরং রীতিমতো সিংহের বেশে দৃপ্ত পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন তিনি। 

হাসপাতাল থেকে বের হয়েই পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নেড়ে করজোড়ে অভিবাদন জানাতেও দেখা যায় বলি-তারকাকে। এসময় সাইফের পরনে ছিল সাদা শার্ট, জিন্‌স, বাঁ হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজ, ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। 


কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান স্ত্রী কারিনা কাপুর, পরিবারের সদস্যেরা ও পুলিশ। তবে সাইফ বাড়ি ফিরতেই এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন– ‘আদৌ কি কিছু হয়েছিল সাইফ আলি খানের? নাকি পুরো ব্যাপারটাই সাজানো?’

কেন এ ধরনের প্রশ্ন ওঠাচ্ছেন ভারতীয়রা, সে যুক্তিও দিয়েছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন- ‘যে ব্যক্তির এত বড় অস্ত্রোপচার হয়েছে সেটাও আবার মেরুদণ্ডে, সে কী করে এত তাড়াতাড়ি দৃপ্ত ভঙ্গিতে হাঁটাচলা করতে পারে? এরকম গুরুতর আঘাত, বড় একটি অস্ত্রোপচারের পর কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায়?’ কেউ আবার লিখছেন- ‘যা হয়েছে, তার থেকে বেশি পল্লবিত হয়েছে গোটা ঘটনা।’

সাইফের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। তিনি বলেন, ‘যার এমন একটা অস্ত্রোপচার হয়েছে, তিনি কীভাবে এমন নাচতে নাচতে বাড়ি ঢুকলেন?’

সাবেক এই সাংসদের মন্তব্য, ‘আমার একটা সরল প্রশ্ন, চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে সাইফ একেবারে নাচতে নাচতে বাড়ি ফেরেন! আমার মনে হয়, পরিবারের তরফ থেকে জানানো উচিত, ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সাইফ এমনভাবে হাসপাতাল থেকে বেরোলেন, যেন কিছুই হয়নি!’

Post a Comment

أحدث أقدم