শাহরুখের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে যে কাণ্ড ঘটান যুবক | Shahrukh Khan Latest News

শাহরুখের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে যে কাণ্ড ঘটান যুবক | Shahrukh Khan Latest News

-রেডিও শহর ডেস্ক 


বলিউড বাদশা শাহরুখ খান। যার প্রতি ভক্তদের ভালবাসা যেন আকাশছোঁয়া। মুম্বাইয়ের মান্নাত-এর সামনে প্রতিদিন অসংখ্য ভক্তের ভিড় লেগে থাকে শুধুমাত্র কিং খানকে একঝলক দেখার জন্য। 

কেউ থাকেন শাহরুখকে এক পলক দেখার অপেক্ষায়, তো কেউ অটোগ্রাফের আশায়। তবে শাহরুখের ভক্তদের নিয়ে এমন কিছু অভিজ্ঞতা রয়েছে, যা শুনলে অবাক হতে হয়। তেমনই এক ঘটনার কথা জানিয়েছেন কিং খান নিজেই। 


একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। শাহরুখের বাড়িতে এক ভক্ত গোপনে ঢুকে পড়েন। কীভাবে তিনি নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মান্নাত-এর ভেতরে প্রবেশ করেছিলেন, তা আজও রহস্য।

শাহরুখের কথায়, ‘রাতে খবর আসে, কেউ একজন আমাদের সুইমিং পুলের দিকে যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা তাকে ধরতে গেলে তিনি সুইমিং পুলে লাফিয়ে পড়েন!’

ঘটনাটি শুনে কিং খান অবাক হন। যখন সেই ভক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি জানান, তার জীবনের স্বপ্ন ছিল শাহরুখ খান যেখানে গোসল করেন, সেখানে একবার গোসল করা। 


সেই কথা শুনে শাহরুখ খান নিজে তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ভক্ত দেখা না করেই চলে যান। যাওয়ার আগে শুধু বলেন, ‘আমার যা করার ছিল, আমি তা করেছি। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে নেই।’


স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ বলেন, ‘ওর আবেগে মুগ্ধ হয়েছি। এখনও মনে পড়লে অবাক হই। হাসিও পায়। তবে এমন ঘটনা একদিক থেকে ভয়েরও।’

Post a Comment

Previous Post Next Post