যে কারণে ফারহাকে বিশেষ উপহার দিতেন শাহরুখ | Shahrukh khan latest news

যে কারণে ফারহাকে বিশেষ উপহার দিতেন শাহরুখ | Shahrukh khan latest news


বলিউড কিং শাহরুখ খান এবং ফারহা খান জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের ম্যাজিক দেখিয়েছেন। শাহরুখের ভূমিকা পরিবর্তন হয়নি এখনও তিনি অভিনয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

এদিকে ফারহা কখনও কোরিওগ্রাফার, প্রোডিউসার, আবার কখনও পরিচালক হিসেবে শাহরুখের সঙ্গে কাজ করেছেন। প্রায় তিন দশকের সম্পর্ক শাহরুখ-ফারার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহা জানিয়েছেন, প্রতিটি প্রজেক্টের শেষে শাহরুখ একটি করে গাড়ি উপহার দিতেন তাকে। তবে বেশ কয়েক বছর ধরে সিনেমা তৈরির কাজ করছেন না ফারহা। তিনি বলেন, ‘কাজ বন্ধ এজন্য নতুন গাড়িও দেওয়া বন্ধ করে দিয়েছেন শাহরুখ।’

ফারহার কথায়, ‘২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ রিলিজ করার পর শাহরুখ আমার বাড়িতে একটা মার্সিডিজ এসইউভি পাঠায়। এখানেই শেষ নয়। ‘ওম শান্তি ওম’-এর পর শাহরুখের থেকে মার্সিডিজ উপহার পান ফারহা। ‘ম্যায় হু না’ রিলিজের পর ‘হুণ্ডাই’ দিয়েছিলেন।’

প্রসঙ্গত, ফারহার প্রথম প্রযোজিত ছবি ‘ম্যায় হু না’তে অভিনয় করেছিলেন শাহরুখ। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-ফারহা।

Post a Comment

নবীনতর পূর্বতন