সড়ক দুর্ঘটনায় সালমানের বোন: ভেঙেছে হাড়, মুখ ফেটে বের হচ্ছে রক্ত | Salman Khan Latest News

সড়ক দুর্ঘটনায় সালমানের বোন: ভেঙেছে হাড়, মুখ ফেটে বের হচ্ছে রক্ত | Salman Khan Latest News


শ্বেতা রোহিরা, সালমান খানের 'রাখি বোন'। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

হাড়গোড় ভেঙে চুরমার, মুখ ফেটে রক্ত বের হচ্ছে। সেই ছবি শ্বেতা নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে শিউরে উঠেছে বলিউড। 

দুই দিন আগে সেটে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনাপূরণ সিংহ। তাঁরও হাত ভেঙে গেছে, মুখে কাটার দাগ। এরপরেই শ্বেতার দুর্ঘটনার খবরে স্তব্ধ বলিউড।

কী করে এত বড় দুর্ঘটনা ঘটল 'ভাইজান'-এর 'বোন'-এর সঙ্গে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই শ্বেতা নিজেই পুরো ঘটনা জানিয়েছেন। 

অভিনেত্রীর কথায়, জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান 'কাল হো না হো' দিয়ে শুরু করলেন। পরমুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!

বাইকের ধাক্কায় অনেকটা দূরে সজোরে ছিটকে পড়েন অভিনেত্রী। সারা শরীরে অসহ্য যন্ত্রণা, চেহারায় আঘাত নিয়েই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। 

বাইকের ধাক্কায় জ্ঞান হারান শ্বেতা। জ্ঞান ফিরলে দেখেন, বিছানায় শুয়ে আছেন। এরপরেই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। উপরের ঠোঁট কেটে গেছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

এত শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী। তার পোস্টে লিখেছেন, হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। 'পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত'। যখন ফিরব, আরও শক্তিশালী হয়েই ফিরব।'

Post a Comment

Previous Post Next Post