সালমানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন আমিশা | Salman Khan Latest News

সালমানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন আমিশা | Salman Khan Latest News


বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী আমিশা প্যাটল দুজনই বিয়ে করেননি। এখনো তারা অবিবাহিত। অথচ অভিনেতা বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কখনো ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি। যদিও তার অনুরাগীদের আশা— ঠিক একদিন বিয়ে করবেন ভাইজান। 

তবে পাত্রী কি আমিশা প্যাটল? তাহলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা রয়েছে? সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে এমন মজার প্রশ্ন অভিনেত্রীকে করে বসেন এক ভক্ত। 

সেই প্রসঙ্গে আমিশা প্যাটল বলেন, ‘অনুরাগীদের আবদার— সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনি দেখতেও সুন্দর। ভালো সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’। আমি এসব শুনে ভাবলাম— এ তো দারুণ ব্যাপার! এমনিতেই সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই। 

অভিনেত্রী বলেন, ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির পর আমাকে আর হৃত্বিককে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন। হৃত্বিক ওর বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।

এর আগেও এক অনুরাগী একটি অনুষ্ঠানে আমিশা প্যাটলকে বলেছিলেন— সালমান খানকে তার বিয়ে করা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, সালমান এখনো বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। অভিনেত্রী বলেন, আপনারা কী চান— আমরা বিয়ে করি, না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি? 

সেদিনই মজা করে আমিশা প্যাটল আরও বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তো বিয়ের জন্য কবে থেকেই বসে আছি।

Post a Comment

নবীনতর পূর্বতন