বহু দিন ধরেই লরেন্স বিশ্নোইয়ের নিশানায় তিনি। সম্প্রতি আরও জটিল হয় পরিস্থিতি। তাই গত কয়েক দিনে জোরদার করা হয়েছে সলমন খানের নিরাপত্তা। যে কোনও জায়গাতেই সলমনের সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। সর্ব ক্ষণ নিরাপত্তার ঘেরাটোপে থাকতে হচ্ছে ভাইজানকে। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ সলমনের জীবন। গত বছরই সলমন ঘনিষ্ঠ হওয়ায় খুন হতে হয় তাঁর বন্ধু বাবা সিদ্দিকিকে। এ বার ফের প্রিয়জনকে হারিয়ে ফেলেলেন সলমন।
২০১৯ সাল থেকে সম্পর্ক। সলমন নিজেও বেশ কয়েক বার জানিয়েছেন, টোরো তাঁর জীবনে এমন একজন যার ভালবাসা নিস্বার্থ। প্রায় পাঁচ বছরের মাথায় নিজের প্রিয় পোষ্যকে হারালেন সলমন। অভিনেতার সঙ্গে ‘বিগ বস্’-এর শুটিংয়ে বেশ কয়েকবার ভাইজানের পোষ্য এই কুকুরকে দেখা গিয়েছে। তার চলে যাওয়ায় তার সঙ্গে ছবি দিয়ে ইউলিয়া লেখেন, ‘‘তুমি আমাদের সঙ্গে সারাজীবন থাকবে।’’ পশুপ্রেমী হিসেবে সুনাম যেমন রয়েছে সলমনের আবার পশুহত্যায় নামও জড়িয়েছে তাঁর। কিন্তু অভিনেতার পানভেলের খামার বাড়িতে নানা ধরনের পোষ্য রয়েছে। প্রিয় পোষ্যের প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকাহত সলমন।
إرسال تعليق