সাইফ আলী খানের বাড়িতে হামলার পর থেকে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, মাত্র পাঁচ দিনে কীভাবে মেরুদণ্ডের আঘাত সেরে গেল অভিনেতার। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা করছে নেটিজেনরা।
এদিকে ভারতের শিবসেনা নেতারা সাইফের হাসপাতাল থেকে বের হওয়ার ভিডিও নিয়েও প্রশ্ন তুলেছেন। তারপরেই প্রকাশ্যে এসেছে সাইফের এক চিকিৎসকের বক্তব্য। বেঙ্গালুরুর একজন কার্ডিয়োলজিস্ট জানিয়েছেন, কীভাবে সাইফ অস্ত্রোপচারের মাত্র ৫ দিন পরে নিজেই হাঁটতে পারছেন?
সাইফের দ্রুত সুস্থ হওয়ার পেছনের কারণ জানিয়েছেন চিকিৎসক দীপক কৃষ্ণমূর্তি। ডাক্তার তার নিজের মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাইফের হাঁটতে পারার কারণও ব্যাখ্যা করেছেন।
ভিডিওতে ডাক্তারের মাকে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাকে। এবং তার এক পায়ে ফ্র্যাকচারও রয়েছে। এই ভিডিওতে একজন বৃদ্ধ মহিলাকে ওয়াকারের সাহায্যে হাঁটতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে চিকিৎসক লিখেছেন, ‘যারা সন্দেহ করছেন যে সাইফ আলী খানের সত্যিই মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়েছে কি না (মজার বিষয় হল কিছু ডাক্তারও) তাদের জন্য, এটি ২০২২ সালের আমার ৭৮ বছর বয়সী মায়ের একটি ভিডিও। সেই সময় তিনি ভাঙা পায়ে অতি কষ্টে হেঁটেছিলেন। ওইদিন সন্ধ্যায় তার মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়েছিল।’
ডাক্তারে কথায়, ‘একজন তরুণ দ্রুত সেরে উঠতে পারেন। যে ডাক্তাররা সাইফের সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের জন্য আমি শুধু আপনাকে বলতে চাই ভালো এক্সপোজার পাওয়ার জন্য এসব বলছেন।’
শেষে তিনি বলেন, ‘সাইফের শুধু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লিক এবং ডুরা ম্যাটারে আঘাত ছিল, চিকিৎসা হয়েছে। এখন, কার্ডিয়াক বাইপাস সার্জারি করা লোকেরাও তিন-চার দিনের মধ্যেই হাঁটতে পারেন এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন।’
Post a Comment