নাম পরিবর্তন করে, জঙ্গলে গিয়েও রক্ষা হলো না সাইফের হামলাকারীর | Saif Ali Khan Latest News

নাম পরিবর্তন করে, জঙ্গলে গিয়েও রক্ষা হলো না সাইফের হামলাকারীর | Saif Ali Khan Latest News


অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ধরা পড়ার ভয়ে মোহম্মদ সাজ্জাদ নিজের নাম পরিবর্তন করেছিলেন। সকলকে বিজয় দাস হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি। তবুও শেষ রক্ষা হয়নি। 

অভিযানে শেষে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিলেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের দাবি, ওই যুবকের কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে। 

অভিযুক্ত যুবক ধরা পড়ার পর পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিই সাইফ এবং করিনার বাড়িতে প্রবেশ করেছিলেন এবং তাদের উপর হামলা করেছিলেন।

তবে কেন হামলা চালিয়েছেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে সাইফের বান্দ্রার বাড়িতে হামলা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post