হুইলচেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে রাশমিকা | Rashmika Latest News

হুইলচেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে রাশমিকা | Rashmika Latest News


দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০২১ সালে বহুল আলোচিত ছবি ‘পুস্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনয়, নাচ মুগ্ধ করে দর্শকদের। এদিকে সালমান খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিম করার সময় অভিনেত্রী পায়ে আঘাত পাওয়ার কারণে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। যা রাশমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দর্শকদের জানিয়েছেন। 

এই ঘটনার পর অভিনেত্রীকে প্রথমবার বিমানবন্দরে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন রাশমিকা। তার এমন অবস্থা দেখে ভক্তরাও চিন্তায় রয়েছেন। পায়ে ভর দিয়ে ভালো ভাবে হাঁটতেও পারছেন না তিনি। এক পায়ে ব্যান্ডেজ করা রয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে রয়েছেন রাশমিকা। তার এমন লুক দেখে মনে হচ্ছে সম্ভবত কেউ যাতে তাকে চিনতে না পারেন, সেজন্যই এমনটা করেছিলেন। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি অভিনেত্রী। 

প্রসঙ্গত, এর আগে রাশমিকা সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, তিনি জিমে আহত হয়েছিলেন। তার কথায়, ‘শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছি। আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।’ 

Post a Comment

Previous Post Next Post