অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অনেক ধরনের ঝুঁকি থাকে। সেটা হলিউড তারকা টম ক্রুজের শুটিং হোক কিংবা শাহরুখ থেকে সালমন খান বা ‘খিলাড়ি’ অক্ষয় কুমার অথবা হৃতিক রোশানই হোক। হৃতিক অভিনীত ‘কৃষ’ সিনেমাটিতে অনেক সতর্কতা অবলম্বন করেও বিপদের মুখে পড়তে হয়েছিল হৃতিক।
শুটিংয়ের সময়ে হৃতিক রোশান মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। এক মুহূর্তের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশান সে দিনের ঘটনার কথা জানান।
রাকেশ বলেন, ‘হৃতিক যখন ওই ছবির শুটিং করত তখন প্রতিটা শটের আগে আমি প্রার্থনা করতাম, যেন সবকিছু ঠিকঠাক হয়। যখন ও এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিত, তখন হৃতিক যেন সঠিক ভাবে লাফটা দিতে পারে, সে দিকে নজর রাখতাম। তাকিয়ে থাকতাম যেন পা মাটিতে পড়ে। না হলেই বিপদ। যদি মাটিতে পা না পড়ত, তাহলে ওখানেই হাঁটু ভেঙে সব শেষ।’
এরপরেই ২০০৫ সালে সিঙ্গাপুরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথা জানান রাকেশ। তার কথায়, ‘হৃতিক খুব উঁচু বিল্ডিংয়ে উঠেছিলেন এবং আমি ক্যামেরা নিয়ে রাস্তায় বসেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে, এই শটটা খুব কঠিন। একেবারেই ব্যালান্স করতে পারছিল না।’
রাকেশের ভাষ্য, ‘আমি যে চেয়ার ছেড়ে উঠে অ্যাকশন ডিরেক্টরকে সবটা বুঝিয়ে বলব, তার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। ছিটকে পড়ে সোজা মাটিতে। একটা গাছের আড়ালে পড়ায়, দেখতেও পাচ্ছিলাম না ঠিক কী হয়েছে। আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। সৌভাগ্যবশত, খুব বেশি চোট পায়নি।’
Post a Comment