একসময় ছোট পোশাকে ঝড় তুলতেন, এখন সন্ন্যাসী! | Radioshohor News | Celebrity News

একসময় ছোট পোশাকে ঝড় তুলতেন, এখন সন্ন্যাসী! | Radioshohor News | Celebrity News


ভারতে প্রতিবছরই সাধু-সন্ন্যাসীদের নিয়ে আয়োজন করা হয় বাৎসরিক সাংস্কৃতিক উৎসব মহাকুম্ভ। সেই আয়োজনে যোগ দেন একজন সন্ন্যাসী। তার একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়া হলে সেটি সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কারণ, সেই সন্ন্যাসীর রূপ, চালচলনের মাঝে পাওয়া যায় আলাদা কিছু।

ভাইরাল সেই সাক্ষাৎকারে যেই সন্ন্যাসীর সাক্ষাৎকার নেওয়া হয়, তিনি ছিলেন একসময়কার মডেল ও অভিনেত্রী। এর পাশাপাশি উপস্থাপনাতেও সক্রিয় ছিলেন তিনি। অনেকের কাছে আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার হিসেবেও পরিচিত ছিলেন। সে কারণেই হয়তো অনেক নেটিজেন বিষয়টি নিয়ে চমকে যায়।

সেই সন্ন্যাসীর নাম হার্ষা রিচারিয়া। একটা সময় বেশ খোলামেলা পোশাকে মডেলিং করেছেন। তবে তেমন একটা পরিচিতি ছিল না তার।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন