রাশমিকার পছন্দের হতে যে গুণ থাকা চাই | Puspa Actress Rasmika Latest News

রাশমিকার পছন্দের হতে যে গুণ থাকা চাই | Puspa Actress Rasmika Latest News


সময় পক্ষে নেই। রাশমিকা মান্দানা কাজও করতে পারছেন না। পায়ের চোটে বন্ধ আছে শুটিং। বাতিল করতে হয়েছে সিনেমার প্রচার, স্থগিত হয়েছে একাধিক অনুষ্ঠান। দক্ষিণী এই অভিনেত্রী এমন সময়ে শিকড়কে খুব করে মনে করলেন। সেই সঙ্গে জানিয়েও দিলেন কেমন পুরুষ তার পছন্দের।

রাশমিকার সবচেয়ে বেশি পছন্দ ঘর। ঘরে ফেরার তাড়া তাকে বেশি আকৃষ্ট করে রাখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’ মুভির জনপ্রিয় অভিনেত্রী বলেছেন, ‘নিজের বাড়ি আমার জীবনে সবচেয়ে আনন্দের জায়গা। সেখানে শান্তি খুঁজে পাই। মনে হয়, শিকড়ের সঙ্গে জুড়ে আছি।’

বাড়িপ্রীতির কথা বলতে গিয়ে কিছুটা দার্শনিক বনে গিয়েছিলেন রাশমিকা, ‘আসলে সাফল্য আসবে, যাবে। এটা চিরস্থায়ী নয়। কিন্তু, বাড়িতে এক অন্য শান্তি। আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও বোন, কারও মেয়ে, কারও আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি।’

রাশমিকার বলা ‘কারও সঙ্গী’ কথাটা শুনে ভীষণই খুশি ভক্তরা। অবশেষে তিনি স্বীকার করেছেন, তারও একজন সঙ্গী রয়েছেন। এসময় রাশমিকার কাছে জানতে চাওয়া হয়, একজন পুরুষের মধ্যে কোন বিষয়টিতে তার সবচেয়ে বেশি আকর্ষণ?

দক্ষিণী অভিনেত্রী সহাস্যে বলেছেন, ‘চোখ হলো মানুষের আত্মার জানালা। এমন লোকেদের প্রতি আকৃষ্ট হই যাদের মুখে হাসি আছে। আমি এমন লোকদের পছন্দ করি যারা চারপাশের মানুষকে সম্মান করেন।’

আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা এআর মুরুগাদস পরিচালিত ‘সিকান্দার’ ছবি। নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে সালমান খান একেবারে নতুন রূপে ধরা দেবেন। বাজেট নিয়ে কোনো কার্পণ্য করছে না প্রযোজনা সংস্থা। তবে রাশ্মিকার পায়ের চোট বাড়াচ্ছে দেরি।

Post a Comment

Previous Post Next Post