‘লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে’ | Porimoni Latest News

‘লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে’ | Porimoni Latest News


শেখ সাদী। সংগীতশিল্পী। গান নিয়ে চর্চায় থাকলে সাম্প্রতিক সময়ে পরীমণির সঙ্গে সম্পর্কে জড়িয়ে চর্চায় তিনি। বেশ ক’দিন ধরে পরীমণির সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। সর্বশেষ পরীমণির জামিনে তিনি জামিনদারও হয়েছেন। সাম্প্রতিক এই ইস্যু ও কাজের ব্যস্ততার নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

নতুন গানের খবর কী?

নতুন গান বলতে, গেল মাসে ডিজে রাহাত ভাইয়ের সঙ্গে পুরোনো একটি গান রিমেক করেছি। আগামী মাসে সেটা প্রকাশ পাবে। এ ছাড়াও গত মাসে আমার একটি নতুন গান মুক্তি পেয়েছে। গানটিতে বেশ সাড়াও পেয়েছি। আজ ‘কুফা’ শিরোনামে আমার নতুন একটি গান মুক্তি পাবে। ফাঙ্কি-পপ মিক্সড ধরনের গান এটি। আমার বিশ্বাস, এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে।

ঈদে নতুন গান নিয়ে পরিকল্পনা কী?

ঈদের জন্য তো অবশ্যই পরিকল্পনা আছে। বড় পরিসরে ঈদে গান আসার কথা আছে। সেটা নিয়েই অলরেডি কাজ শুরু করেছি। তবে এখনই সেটা সম্পর্কে বলতে পারছি না। কিছুদিন পর সেটা জানাব।


আপনি গানের মানুষ, সিনেমার নায়িকা পরীমণির সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে চর্চা হচ্ছে। সম্পর্কটা কীভাবে ঘটল...

একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। আমরা একই সেক্টরে কাজ করি, সুতরাং পরিচয় তো হয়েই যায়। পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখি না।

তাঁর সঙ্গে আদালতে গেলেন, জামিনদারও হলেন। ফলে পেশাগত সম্পর্কের বাইরেও নতুন সম্পর্ক নিয়ে চর্চা হচ্ছে...

যেহেতু তাঁর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। জানাশোনাও আছে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গেছি। এখানে ভিন্ন কিছু ভাবার কারণ নেই। আরও একটু ব্যাখ্যা করে বলতে পারি, পরীমণি আমার সহকর্মী। তাঁর গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তাঁর আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি। সেখানে উপস্থিত থাকার কারণেই এই জামিনদার হওয়া। 

তবে অনেকেই তো বলছেন, পরীমণির সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক। এটা কি সত্যি নয়? সত্য?

না, না, একেবারেই না। পরীমণির সঙ্গে আমার তো প্রেমের সম্পর্কে কিছু হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তাঁর বাসায় যায়। পরীমণিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তাঁর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে।

Post a Comment

Previous Post Next Post