‘পাস্তা খাওয়ার পর সাধারণ মেয়েটা অসাধারণ হয়ে গেলো’ | Nusrat Faria Latest News

‘পাস্তা খাওয়ার পর সাধারণ মেয়েটা অসাধারণ হয়ে গেলো’ | Nusrat Faria Latest News

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি নুসরাত সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বেশ সরব। নিজের টাইমলাইনে অভিনেত্রী বিভিন্ন ঘুরতে যাওয়াসহ অনেক কিছু ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন। 

এবার নুসরাত এক অন্যমুডে নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন। যেখানে দেখা যায়, রেস্টুরেন্টে বসে বেশ খোশ মেজাজে ছবি তুলেছেন। খোলা চুল চোখের চাহনি যেন ভক্তদের মনে দাগ কেটেছে। 

ছবি শেয়ার করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘সাধারণ মেয়েটা অসাধারণ হয়ে গেলো পাস্তা খাওয়ার পর।’ ক্যাপশনের সঙ্গে যুক্ত করেছেন একটি হাসির ইমোজি। 

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন। তানিম নামে এক নেটিজেন লিখেছেন, ‘মাশা-আল্লাহ খুব সুন্দর ভালোবাসা অবিরাম।’ আরেকজনের ভাষ্য, ‘দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

নেটিজেনের অনেকে প্রশংসার পাশাপাশি কটাক্ষও করেছেন। সুনম সাদের কথায়, ‘আপান পলকের মেজাজ ভালো করে দেওয়ার কারিগর।’ রিহাদুল নামে আরেকজন লিখেছেন, ‘পলকের কি খবর আপু? পলকের মন খারাপ হলে নাকি আপনি যেতেন মন ভালো করতে। নিউজে দেখছিলাম।’


Post a Comment

নবীনতর পূর্বতন