হাসপাতালে ভর্তির খবর ভুয়া : মোনালি ঠাকুর | Monali Tagor Latest News

হাসপাতালে ভর্তির খবর ভুয়া : মোনালি ঠাকুর | Monali Tagor Latest News


গত মঙ্গলবার এক অনুষ্ঠানে পারফর্মের সময় অসুস্থবোধ করেন বলিউডের সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এতে মাঝপথে কনসার্ট বন্ধ করতে বাধ্য হন তিনি। শোনা যায়, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কিন্তু গায়িকা জানালেন, তিনি অসুস্থ হলেও তাকে হাসপাতালে ভর্তির খবর ভুয়া।

সেদিন ভারতের কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। প্রায় এক ঘণ্টা মঞ্চে পারফর্ম করেন তিনি। মঞ্চেই তিনি জানিয়েছিলেন তার শরীর ভালো নেই, গলা ভাঙা। এরপরও দর্শকদের উৎসাহ আর ভালোবাসাতেই তার মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া।

কিন্তু এক পর্যায়ে শরীর সঙ্গ দেয়নি। ঘণ্টাখানেকের মধ্যেই অসুস্থবোধ করায় গান থামান মোনালি। মাইকে ঘোষণাও করা হয়, অসুস্থ হওয়ায় মোনালি গান গাইতে পারছেন না। এরপর খবর ছড়িয়ে পড়ে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়িকাকে।


Post a Comment

Previous Post Next Post