প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সম্প্রতি দীপ্ত টেলিভিশনের রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
এই শো’তে বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই।
এ বিষয়ে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘অভিনয়ের ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চললো। শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছি। কিন্তু এবারই প্রথমবারের মতো আমি বিচারকের আসনে বসতে চলেছি। বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। শো’টির আইডিয়া ভালো লেগেছে বলেই এর সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি সবাই মিলে একটি ভালো মানের শো উপহার দিতে পারবো।’
দুই বাংলাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন মিথিলা। পাশাপাশি চাকুরীর সুবাদে ব্যস্ত থাকছেন বিভিন্ন দেশ সফরেও। সংসার, চাকুরী, অভিনয় সবকিছুই এক হাতে সামলাচ্ছেন। মাঝেমধ্যে সিরিজ কিংবা সিনেমার খবর দিয়ে চমকেও দেন ভক্তদের। এবার বিচারকের আসনে দেখা যাবে তাকে।
আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষে আগামীকাল থেকে শুরু হবে প্রতিযোগীদের ‘গ্রুমিং’। মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান এবং নির্মাতা শিহাব শাহীনও।
إرسال تعليق