📆 মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫🕑 ১টা:২৩মিনিট:১৩সেকেন্ড অপরাহ্ন
ভাইরাল সেই মোনালিসাকে নিয়ে মন্তব্য কঙ্গনার | Media News

ভাইরাল সেই মোনালিসাকে নিয়ে মন্তব্য কঙ্গনার | Media News


কাজলটানা বাদামি চোখ, শ্যামলা গায়ের রং। বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল মোনালিসা নামের এই কন্যা। ভারতে চলতি বছরের মহাকুম্ভের মেলায় মালা বিক্রি করতে এসেই মূলত নেটিজেনদের নজর কাড়েন এই নারী।

আবার শোনা যাচ্ছে, এই মোনালিসার কাছে নাকি বলিউড থেকে কাজের প্রস্তাব গেছে। এরপর থেকে নেটিজেনদের পর এবার বলিউড তারকাদের নজরেও শ্যামবর্ণের এই রূপবতী। ইতোমধ্যে মোনালিসার এই রূপের তারিফ করেছেন ইন্ডাস্ট্রিজের ঠোঁটকাটা খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

তবে মোনালিসার প্রসঙ্গ টেনে বলিউডে শ্যাম বর্ণের অভিনেত্রীদের অবমূল্যায়নের কথাও আনেন কঙ্গনা। অভিনেত্রী মনে করেন, দীপিকা পাডুকোন, বিপাশা বসু, কাজলের মতো নায়িকাদের একটা সময় যে কদর ছিল, সেই একই স্কিনটোনের নায়িকাদের কদর নাকি এই যুগে করা হয় না!

সম্প্রতি মোনালিসার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে কঙ্গনা লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটমাধ্যমে আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? এক সময়ে অনু আগারওয়াল, কাজল, বিপাশা বসু ও রানি মুখার্জি এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?

একটা সময়ে গায়ের রং শ্যামলা হলেও কয়েক অভিনেত্রী প্রসাধনীর মাধ্যমে আজ ফর্সা হয়ে উঠেছে। কিন্তু তাদের মুখের মধ্যে আগের সেই লাবণ্য নেই- মনে করেন অভিনেত্রী। তাই কঙ্গনার প্রশ্ন, মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?

শোনা যাচ্ছে,, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকেও ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। এও শোনা যায়, মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দার সামনে সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তার সৌন্দর্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

Post a Comment

أحدث أقدم