তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যে প্রশ্ন তুললেন শাওন | Media News | Latest News

তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যে প্রশ্ন তুললেন শাওন | Media News | Latest News

-রেডিও শহর ডেস্ক 


পুলিশ বাহিনীসহ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 

তিন বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সোমবার দিনভর নানা আলোচনা হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে সোমবার রাতেই এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। 

যেখানে মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে—নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।’

‘আমার শুধু একটাই কৌতূহল! এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব না কি অন্য কোনো কোটায় পাবেন?’

শাওনের সেই ফেসবুক পোস্টে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যার মধ্যে একজন লিখেছেন, পোশাকে কি আসে যায়, মানুষ না মারলেই হলো!

প্রসঙ্গত, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post